সাইন্স ফ্রম আল কোরআন (Science From Al Quran) – মুহাম্মদ আবু তালেব -Islamic E- Book
সাইন্স ফ্রম আল কোরআন (Science From Al Quran) মুহাম্মদ আবু তালেব রচিত অনবদ্য একটি বই। এই বইতে লেখক আল কোরআন যে বিজ্ঞানের মূল উৎস। এই আসমানী কিতাব অধ্যায়ন করলে যে বিজ্ঞান কে খুব সহজ ভাবে বোজা যাই সেটা পাঠক কে বোজানোর জন্য Toronto বিশ্ববিদ্যালয়ের Anatomy Department-এর প্রফেসর K, L. Moore এর কথা উল্লেখ করেছেন। প্রফেসর K, L. Moore তিনি বলেন, আমি ১৪০০ বছর পূর্বের কোরআন অধ্যয়ন করে Human Embryology সম্পর্কিত যে তথ্য লাভ করেছি, সত্যি বলতে কি আমি অভিভূত হয়েছি। হিউমান Embryology সংক্রান্ত তথ্যগুলাে পবিত্র কোরআনে এতাে নিখুত এবং সঠিকভাবে রয়েছে যা Medical Science-এ দেখা যায় না।” এরপর তিনি সৌদি আরবে এসে ড. এ মজিদ আজীনদানীর সাথে সাক্ষাৎ করে পবিত্র কোরআন সম্পর্কে আরাে বিস্তারিতভাবে জেনে নেন এবং যৌথভাবে ‘The Developing Human’ নামক বিখ্যাত গ্রন্থটি রচনা করেন। একজন অমুসলিম হয়ে ও তিনি এই আসমানী কিতাব অধ্যায়ন করে নিজেকে উন্নত করেছেন। প্রত্যেক মুসলমান তথা কেন প্রত্যেক মানুষের জন্য এটা সমীচীন যে, তিনি পবিত্র কোরআন অধ্যয়ন করে দেখবেন। যারা বৈজ্ঞানিক জ্ঞানের উন্নয়নের জন্য গবেষণায় নিয়ােজিত আছেন কোরআন অধ্যয়ন করা তাদের জন্য অপরিহার্য। কেননা পবিত্র কোরআনের আয়াতসমূহে এমন সব তথ্য ও তত্ত্বের ইঙ্গিত রয়েছে যা গবেষণার কাজকে তরান্বিত করে এবং দিক নির্দেশনা দান করে।আশা করি Science From Al Quran সাইন্স ফ্রম আল কোরআন বইটি পাঠ করলে পাঠক সমাজের চেতনার ভিত্তিমূলে আলােড়ন সৃষ্টি হবে এবং পবিত্র কোরআনের প্রতি তারা আরাে বেশি আকৃষ্ট হয়ে পড়বেন।
বইয়ের বিবরণ :
বই : | সাইন্স ফ্রম আল কোরআন |
লেখকঃ | মুহাম্মদ আবু তালেব |
পৃষ্ঠা সংখ্যা : | ৪১০ পৃষ্ঠা |
ফাইল সাইজ: | ১১.২ মেগাবাইট |
সংগ্রহ: | ইন্টারনেট থেকে |
কৃতজ্ঞতাঃ | বুক বিডি আর্কাইভ |
উপস্থাপনায়ঃ | ইসলামিক ই বই |
লেখকের সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা :
মুহাম্মদ আবু তালেব একজন বাংলাদেশী লেখক ও সাহিত্যিক। মুহাম্মদ আবু তালেব এর পিতা- আলহাজ্ব খলিলুর রহমান ৮৪৭ ডি. টি. রােড,আসকারাবাদ, (ডবলমুরিং থানার পশ্চিমে) চট্টগ্রাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা লাভ করার পর লেখক কর্মজীবনে প্রবেশ করেন। কর্মস্থল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এটি এমন একটি প্রতিষ্ঠান যেখানে কোরআন- হাদীস চর্চা করার অবারিত সুযােগ বিদ্যমান। সেই সুবাদে কোরআনিক বিজ্ঞান পাঠক সমাজের সামনে তুলে ধরার বহুদিনের আকাংক্ষা পরম হিতৈষী করুণাময় আল্লাহপাকের অশেষ অনুগ্রহে সফল হয় যদিও এই সফলতা এ সময়ে খুবই সামান্য। লেখক এর দ্বিতীয় গ্রন্থ কোরআন থেকে বিজ্ঞান (Science From Al Quran) প্রকাশের জন্য প্রস্তুত হচ্ছে। এ গ্রন্থে কোরানে বর্ণিত নিদর্শনগুলাের (Signs) বিশ্লেষণ দেখানাে হয়েছে।
লেখকের বর্তমান অফিসিয়াল ঠিকানা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, চকবাজার শাখা, চট্টগ্রাম।
“Disclaimer”
১। আমাদের ( ইসলামিক ই-বই এর) উদ্দেশ্য মোটেও ধর্মীয় বিদ্বেষ ছড়ানো বা ব্যাক্তি বা প্রত্রিষ্ঠানিক ক্ষতি সাধন করা নয়।
২। আমাদের সাইট এ প্রকাশ করা বই গুলো আমরা কখনো নিজে PDF করে থাকি না করলেও অনুমোদন নিয়েই করা হয়ে থাকে।
৩। বইগুলো যেহেতু আমাদের ইন্টারনেট থেকে কালেক্টেড তাই প্রকাশনীর বা লেখকের আমাদের উপর কোন অভিযোগ গ্ণ্য হবে না, সেক্ষেত্রে যে বা যারা PDF টি করেছে তার কাছে আপনি /আপনারা ক্লেইম করতে পারেন।৷
২। আমাদের সাইট এ প্রকাশ করা বই গুলো আমরা কখনো নিজে PDF করে থাকি না করলেও অনুমোদন নিয়েই করা হয়ে থাকে।
৩। বইগুলো যেহেতু আমাদের ইন্টারনেট থেকে কালেক্টেড তাই প্রকাশনীর বা লেখকের আমাদের উপর কোন অভিযোগ গ্ণ্য হবে না, সেক্ষেত্রে যে বা যারা PDF টি করেছে তার কাছে আপনি /আপনারা ক্লেইম করতে পারেন।৷
ডাউনলোড করতে সমস্যা হলে বা কোন লিঙ্ক কাজ না করলে, দয়া করে কমেন্টে জানাবেন ৷