Priyotoma প্রিয়তমা By সালাহউদ্দীন জাহাঙ্গীর বাংলা ইসলামিক বই Islamic Bangla Boi
Priyotoma – প্রিয়তমা বাংলাভাষাভাষী মানুষের সামনে রাসূলুল্লাহ (সা:) এবং উম্মুল মুমিনীনের বিবাহিত জীবনকে সগৌরবে তুলে ধরার এক অনন্য প্রয়াস। মুসলিম নারীদের জন্য উম্মে মুমিনীনের জীবন ও কাহিনীর চেয়ে অনুপ্রেরণাদায়ক আর কিছু নেই। আমরা এই অনন্য মানুষদের জীবনের অসামান্য ভালবাসাকে সাবলীল বাংলায়, অতিরঞ্জন এবং অপ্রয়োজনীয় ভাষা মুক্ত করে প্রকাশ করার চেষ্টা করেছি । রাসুলের সাহচর্যে এতাে প্রেমময় আর ভালােবাসায় পূর্ণ ছিল তাদের সংসার, কখনাে সে সাংসারিক প্রেম ভালোবাসা আগ্রহভরে অধ্যায়ন করা হয়নি আমাদের অথচ তাদের জীবনে রয়েছে প্রেম আর ভালােবাসায় পূর্ণ এক সংসারের পূর্ণাঙ্গ ছবি । তাদের বিবাহিত জীবনের অনেক অনন্য পাঠ বিশ্বের জন্য শিক্ষণীয়। ভবিষৎ সকল সভ্যতার জন্য তাদের সাংসারিক প্রেম নক্ষত্রের মতাে জাজ্বল্যমান। যে তা গ্রহণ করবে, আলােকিত হবে তার জীবন। এ গ্রন্থ সেই সুখী আর প্রেমময় জীবনের গল্পই বলেছে।
বইয়ের বিবরণ :
বই : | প্রিয়তমা Priyotoma |
লেখকঃ | সালাহউদ্দীন জাহাঙ্গীর Salahuddin Jahangir।
|
অনুবাদঃ | – । |
বিভাগ / জেনার : | ইসলামি আদর্শ ও মতবাদ। |
বইয়ের ফর্ম্যাট : | পিডিএফ (এইচডি স্ক্যান ) |
পৃষ্ঠা সংখ্যা : | ৩৫৬পৃষ্ঠা |
ফাইল সাইজ | ১১.৩ মেগাবাইট |
সংগ্রহ | ইন্টারনেট থেকে |
উপস্থাপনায়ঃ | ইসলামিক ই বই |
লেখকের সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা :
Salahuddin Jahangir-এর আগ্রহ মূলত ইতিহাসে । ইতিহাসের রাজপথে যেমন অসংখ্য গলি-ঘুঁপচি, তেমনি তিনিও অসংখ্য গলি-ঘুঁপচি হন্যে হয়ে খুঁজে বেড়াতে ভালোবাসেন। তুলে ধরতে চেষ্টা করেন ইতিহাসের নিচে আবৃত হয়ে যাওয়া অনেক ইতিহাসকে। ধর্মদর্শন, লৌকিক-অলৌকিক বিভিন্ন ধর্ম এবং ধর্মতত্ত্ব বিষয়েও তাঁর আগ্রহের সীমা নেই । ঐশ্বরিক যে কোনো জ্ঞান এবং বিজ্ঞান তাঁকে আলোড়িত করে। পাঠ আগ্রহের কারণেই তিনি মূলত ইতিহাস এবং ধর্মদর্শনের সংমৃস্রণে লিখেন।
প্রথাগত ধর্মীয় আবহের বাইরে গিয়ে নির্মাণ করার চেষ্টা করছেন নতুন এক ভাষাভঙ্গি। সাবলীল, প্রাঞ্জল আর সাহসী গদ্য দিয়ে তিনি আমাদের প্রচিচিত চিত্রকে দৃশ্যমান করেন নতুন এক উপাখ্যানের আদলে। এটাই তাঁর বিশেষত্ব। জামেয়া কোরআনিয়া আরাবিয়া (লালবাগ) থেকে দাওরায়ে হাদিস (মাস্টার্স) এবং দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে ইংরোজিতে অনার্স শেষ করে কর্মজীবনে সাংবাদিকতা এবং সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন কিছুদিন। বর্তমানে মুক্ত পৃথিবীর মানুষ হিসেবে একমাত্র কাজ- লেখালেখি, যা তিনি করতে ভালোবাসেন।
বিশেষ নিবেদন : বইটি পরে যদি আপনার ভালো লাগে তাহলে প্রকাশনীর নিকট হইতে বইটি ক্রয় করার জন্য বিশেষ অনুরোধ করা হইলো ।
“Disclaimer”
১। আমাদের ( ইসলামিক ই-বই এর) উদ্দেশ্য মোটেও ধর্মীয় বিদ্বেষ ছড়ানো বা ব্যাক্তি বা প্রত্রিষ্ঠানিক ক্ষতি সাধন করা নয়।
২। আমাদের সাইট এ প্রকাশ করা বই গুলো আমরা কখনো নিজে PDF করে থাকি না করলেও অনুমোদন নিয়েই করা হয়ে থাকে।
৩। বইগুলো যেহেতু আমাদের ইন্টারনেট থেকে কালেক্টেড তাই প্রকাশনীর বা লেখকের আমাদের উপর কোন অভিযোগ গ্ণ্য হবে না, সেক্ষেত্রে যে বা যারা PDF টি করেছে তার কাছে আপনি /আপনারা ক্লেইম করতে পারেন।৷
২। আমাদের সাইট এ প্রকাশ করা বই গুলো আমরা কখনো নিজে PDF করে থাকি না করলেও অনুমোদন নিয়েই করা হয়ে থাকে।
৩। বইগুলো যেহেতু আমাদের ইন্টারনেট থেকে কালেক্টেড তাই প্রকাশনীর বা লেখকের আমাদের উপর কোন অভিযোগ গ্ণ্য হবে না, সেক্ষেত্রে যে বা যারা PDF টি করেছে তার কাছে আপনি /আপনারা ক্লেইম করতে পারেন।৷
ডাউনলোড করতে সমস্যা হলে বা কোন লিঙ্ক কাজ না করলে, দয়া করে কমেন্টে জানাবেন ৷