In The Hand of Taliban ইন দ্য হ্যান্ড অব তালেবান By Yvonn Ridley- বাংলা ইসলামিক বই- Islamic Bengal boi
In The Hand of Taliban ইন দ্য হ্যান্ড অব তালেবান এক অর্থে লেখিকা ইভন রিডলির আত্মজীবনী নয়। আবার অন্য অর্থে এটা তার আত্মজৈবনিক এক অসামান্য দলিল। স্বভাবতই এ কথার মধ্যে একটা মতদ্বৈততা খুঁজে পাবেন পাঠক। এখানে মতদ্বৈততার তৈরি হয়েছে মূলত বন্দিবস্থায় তার স্থিতি এবং মুক্ত হয়ে তার ইসলাম গ্রহণের পটভূমির কারণে।
২০০১ সালে ইভন রিডলি যতােটা না আলােচিত হয়েছিলেন তালেবানের হাতে বন্দি হয়ে, তার চেয়ে বেশি আলােচিত হয়েছিলেন মুক্তির কিছুদিন পর অকস্মাৎ ঘােষণা দিয়ে ইসলাম গ্রহণ করে। এটা পশ্চিম তাে বটেই, অবাক করেছিলাে আমার মতাে প্রাচ্যের অনেক তরুণকেই । তখন থেকেই মুসলিম বিশ্বে ইভন রিডলি খুব পরিচিত একটি নাম।
সত্যি বলতে, বর্তমানে মুসলিমদের কাছে পশ্চিমে তিনি অনেকটা অচেনা অভিভাবকের মতােই একজন। ইসলাম গ্রহণের পর নানা কারণেই সংবাদমাধ্যমের শিরােনাম হয়েছেন তিনি। কখনাে ফিলিস্তিনের প্রতি নিজের অকুণ্ঠ সমর্থন জানিয়ে, কখনাে ইসলামে নারীর অধিকার সম্পর্কে স্পষ্ট ভাষণ দিয়ে, কখনাে বা জঙ্গিবাদ নিয়ে খােলামেলা আলােচনা করে।
তিনি সবসময়ই আপন আলােয় ছিলেন সয়ম্ভর। এ গ্রন্থ বয়ান করেছে ইভন রিডলির ৯/১১ এবং তৎপরবর্তী জীবনের আলােড়িত অংশ। যা যে কোনাে পাঠকের পাঠোত্তেজনার পারদকে নিমিষেই বাড়িয়ে দিতে সমর্থ রাখে।
বইয়ের বিবরণ :
বই : | ইন দ্য হ্যান্ড অব তালেবান In The Hand of Taliban । |
লেখকঃ | ইভন রিডলি Yvonn Ridley । |
অনুবাদঃ | আবরার হামীম । |
বিভাগ / জেনার : | ইসলামি আদর্শ ও মতবাদ। |
বইয়ের ফর্ম্যাট : | পিডিএফ (এইচডি স্ক্যান ) |
পৃষ্ঠা সংখ্যা : | ২৫৫ পৃষ্ঠা |
ফাইল সাইজ | ১১.৩ মেগাবাইট |
সংগ্রহ | ইন্টারনেট থেকে |
কৃতজ্ঞতাঃ | বুক বিডি আর্কাইভ |
উপস্থাপনায়ঃ | ইসলামিক ই বই |
লেখকের সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা :
বিশেষ নিবেদন : বইটি পরে যদি আপনার ভালো লাগে তাহলে প্রকাশনীর নিকট হইতে বইটি ক্রয় করার জন্য বিশেষ অনুরোধ করা হইলো ।
“Disclaimer”